অরণ্য ও সমুদ্র : ভিসেন্তে আলেকজান্ডার
ওই সূদূরে বাতিগুলোর কাছে অথবা যেখানে আনকোরা ছুরিগুলো,
সেখানে হিংসার মতােন বড়ো বাঘ বাস করে তার সিংহ যেন লোমে ঢাকা, মনুষ্য-হৃদয় আর রক্ত যেন ক্লান্ত বিষন্নত এবং সবাই তারা যুদ্ধ করে হলদে হায়েনার সাথে লােভী, লোভী সূর্যাস্তের ছদ্মবেশ যে ধরে।
আহা, অমন আকস্মিক শত্রুতা, শুকনো চোখগুলোর চারপাশে কালো বৃত্তগুলো, যখন বুনো পশুরা তাদের তলোয়ার কিংবা দন্ত
উন্মোচন করে রক্তের মতোন একটি হৃদয় হতে, যে হৃদয় প্রেম ছাড়া কিছুই জানে না, যে রক্ত নাচে তীক্ষ উন্মাদনায় শোণিত-নালীতে এবং তাদের সাদা দাঁতে কী যে জলে, বলাতো যায় না।
তা প্রেম কিংবা ঘৃণা, উদভ্রান্ত কেশরের মাঝে হাত বলাও যখন শক্তিশালী থাবা দুটো মাটি আঁকড়ায়
যখন গাছের শেকড়গুলো কেঁপে কেঁপে টের পায় নখগুলো মৃত্তিকার গভীরে প্রবেশ করে প্রেমের মতো যা অমনিভাবেই ডুবে যায় অতলে।
ও চোখে তাকাতে, কেবলি রাত্রিতে যা জ্বলে একটু আগেই গিলে ফেলা হরিণ-শিশুকে দেখি জ্বলছে কালো সোনার একটু ঝলক মত্যুর অতীত এক স্নিগ্ধতায় জলে এক ‘বিদায়’
বিদায় বাণী।
ওই বাঘ, শিকারী সিংহ, ওই হাতী নরােম এক মালা যেন জড়ানো ওর দাঁতে, প্রেমাগ্নির মতো ওই কোবরা সাপ, ওই ঈগল, পাথরটা ঠোকরায় যেন শক্ত একটি মগজ ওই বিছুটি, শর্প, নখর দিয়ে যে জীবনের একটি মূহূর্তে পীড়িত করার উচ্চাশায় বিভাের, এর মাঝে মানষের নিরর্থক উপস্থিতি, মানবদেহ যাকে কখনো এক অরণ্যের সাথে কেউ ভুল করবে না, এবং সেই সুখ-স্বর্গ যেখানে বিজ্ঞ ছোট ছোট সাপ গলে।
শৈবালদলের কুক্ষিতলে বাসা বাঁধে। যখন সৌখিন তুলতুলে শুয়ােপােকাগুলো সিকের মতো মসণ ম্যাগনোলিয়া পাতায় সরসর করে
লুকিয়ে যায় যখন চিরহরিৎ অরণ্যের মর্ম’রধ্বনি ভেসে ওঠে দুটি সোনালী পাখার মতোপাখার ঢাকনা যেন একটি করতাল অথবা একটি পালিশ করা
পূজোর শাঁখ, তখন সমস্ত অরণ্য কেঁপে কেঁপে ওঠে একটি সঙ্গীতে, সাগর সম্মুখে, যে সাগর কোনদিন মেশাবেন। তার ঢেউগলে।
অরণ্যের ছোট খাটো নরোম শাখাতে। অরণ্য-শীষে শাখাগলে। জন্ম নেয় এক ধীর প্রতীক্ষায় চির সবুজ এক আশায় উদ্বদ্ধ, পালকগুচ্ছের সৌন্দর্য।
সংগীতের চোয়াল, শক্তিশালী থাবাগলে', নিজেকে প্রোথিত করে যে প্রেম দেহ-ক্ষত থেকে উপচে পড়া উষ্ণ শােণিত কোন কিছুই ছুঁতে পারবে না, যতো উর্দ্ধেই ফিনকি দিয়ে উঠুক না এ পৃথিবীর হৃদয়গুলো যতো উন্মুক্ত করেই দিক না।
আর তাদের দুঃখ বা লোভ যতো জোরেই নীল, আকাশের দিকে ছুঁড়ে দিক তার সখের পাখীটি।
হােক নীল-পাখী অথবা একটি পালক, হিংস্র নিঃসংগী প্রাণীগুলোর কান-ফাটানো ;
কানের উপর শৃঙ্গার-ধ্বনি অথবা
ঘড়িগুলোর ঘূণর্ন শব্দের প্রবেশ তাকিয়ে থাকে দূর সমদ্রে আর সমুদ্র দূরে সরে যায় আলোর মতো।
ভিসেন্তে আলেকজাণ্ডার - তার কবিতা pdf
| বইয়ের নাম এবং লেখক | ভিসেন্তি আলেকজাণ্ডার: |
| আর্টিকেল লিখেছেন | সাদাফ আমিন |
| ভাষা | বাংলা |
| ফাইলের ধরন | PDF / ePub |
| ক্যাটাগরি | কবিতার বই |
| ওয়েবসাইট | বই নিবো পিডিএফ রিভিউজ |
| বুকশপ | Durdin Magazine |
| ফাইলের আকার | 1 MB |
| মোট ফাইল | 1 টি ফাইল |
| কপিরাইট | পাবলিক ডোমেইন পরিবেশক |
| প্রকাশের তারিখ | May 24, 2022 |