দ্য হাউজ অব সিল্ক Pdf by শার্লক হোমস – The House of Silk Bangla

0

    একজন অপরিচিত ব্যক্তির বাড়ি ডাকাতিকে কেন্দ্র করে লেখা শার্লক হোমস সিরিজ এর দ্য হাউজ অব সিল্ক pdf বইটি লিখেছেন অ্যান্টনি হরোউইৎয। ভূমিপ্রকাশ থেকে বইটির বাংলা অনুবাদ করেছেন শোভন নবী।

    দ্য হাউজ অব সিল্ক Pdf

    সে আমার জানালার দিকে একদৃষ্টিতে তাকিয়ে ছিল। আমি আপনাকে বলছি তার দৃষ্টিতে অশুভ কিছু ছিল, যেনাে আমার ভেতরে ঢুকে যাচ্ছিল। তার দিকে প্রায় এক মিনিট তাকিয়ে ছিলাম, হয়তাে সময়টা একটু বেশিই হবে, তারপর নাস্তা খেতে গেলাম। যাই হােক, খাওয়ার আগে কাজের ছেলেটাকে বাইরের পাঠালাম দেখতে যে লােকটা তখনাে আছে কিনা। সে তখন আর ছিল না। ছেলেটা এসে জানালাে বাগানে কেউ নেই।

    “একটা বিচ্ছিন্ন ঘটনা,” হােমস মন্তব্য করল। কিন্তু রিজওয়ে হল দালানটা দেখতে অনেক সুন্দর আমি নিশ্চিত। এই দেশে ঘুরতে আসা কোনাে লােকের। সেটা ভালাে লাগায় সেটার দিকে তাকিয়ে থাকতেই পারে।”

    “আমিও তখন সেটাই ভেবেছিলাম। কিন্তু কদিন পর তাকে দ্বিতীয়বার দেখি। এবার আমি লন্ডনে ছিলাম। আমি ও আমার স্ত্রী সবে থিয়েটার থেকে বের হয়েছি-আমরা স্যাভয়ের দিকে যাচ্ছি-তখন তাকে দেখলাম, রাস্তার উল্টোদিকে, সেই পােষাক, সেই টুপি। হয়তাে লক্ষই করতাম না মি. হােমস, কিন্তু ওই যে বললাম, স্থিরভাবে দাঁড়িয়ে ছিল।

    লােকজন তার পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। যেনাে খরস্রোতা নদীতে পাথরের ছাই। তাকে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। কারণ সে একটা উজ্জ্বল স্ট্রিটল্যাম্পের নিচে দাঁড়িয়ে ছিল। এতে করে তার মুখের সামনে একটা ছায়া পড়েছিল যা পর্দার মতাে তার চেহারা আড়াল করে রেখেছিল। সম্ভবত সেটা ইচ্ছা করেই করা।”
    দ্য হাউজ অব সিল্ক Pdf - The House of Silk Bangla

    “আপনি কি নিশ্চিত একই লােক?” “কোনাে সন্দেহ নেই।” “আপনার স্ত্রী তাকে দেখেছে?”
    “না, আর আমিও এসব বলে তাকে ভয় পাইয়ে দিতে চাইছিলাম না। আমাদের একটা দাওয়াতে যাওয়ার কথা ছিল তাই দ্রুত চলে গেলাম।”
    “চমকপ্রদ বলতে হবে,” হােমস মন্তব্য করল।

    “লােকটার আচরণ থেকে কিছুই বােঝার উপায় নেই। সে গ্রামের ক্ষেতের মাঝে ও স্ট্রিটল্যাম্পের নিচে দাঁড়িয়ে থাকে। যেনাে সে চায় আপনি তাকে দেখেন। উলটো দিকে সে আপনার কাছে আসার কোনাে চেষ্টাই করছে না।” 

    দ্য হাউজ অব সিল্ক Pdf নিয়ে চিরকুট

    “সে দ্য হাউজ অব সিল্ক নিয়ে এসেছিল,” কারস্টেয়ারস বললেন। “পরের দিন, সেদিন আমি দ্রুত বাড়ি ফিরেছিলাম। আমার বন্ধু ফিঞ্চ গ্যালারিতে স্যামুয়েল স্কটের কিছু ড্রয়িং আর এচিংয়ের ক্যাটালগ তৈরিতে ব্যস্ত ছিল। সে আমার কাছে আসেনি, তবুও পরপর দুবার দেখা হওয়ায় কিছুটা অস্বস্তি বােধ করছিলাম। রিজওয়েতে ফিরলাম তিনটে বাজার খানিক আগে-আর ওই বদমাশটাও ওখানে ছিল। হঠাৎ সে আমার দিকে ছুটে এলাে, নিশ্চিত ছিলাম সে আমাকে মারতে আসছে। 

    আমার ওয়াকিং স্টিকটা তুলে ধরলাম আত্মরক্ষার জন্য। কিন্তু মারপিট করাটা তার উদ্দেশ্য ছিল না। সে সামনে আসাতে প্রথমবারের মতাে তার চেহারা দেখলাম : পাতলা ঠোঁট, গাঢ় বাদামী চোখ, ডানগালের ওপর গভীর কাটাদাগ, মনে হচ্ছিল অধুনা কোনাে বুলেটসৃষ্ট ক্ষত। সে মদ্যপ ছিল-গন্ধ পাচ্ছিলাম। কোনাে কথা না বলে এক টুকরাে চিরকুট বের করে আমার হাতে গুঁজে দিল। আটকানাের চেষ্টা করেছিলাম কিন্তু ছুটে পালিয়ে গেল।”

    “চিরকুটটা?” হােমস প্রশ্ন করল। “আমার কাছেই আছে।”

    চিত্র বিক্রেতা একটা চার ভাজ দেওয়া চারকোণা কাগজ হােমসের হাতে দিলেন। হােমস সাবধানে সেটা খুলল, “ওয়াটসন, আমার গ্লাসটা দাও।” আমি তার হাতে ম্যাগনিফাইং গ্লাসটা দিতে সে কারস্টেয়ারসের দিকে তাকিয়ে বলল, “কোনাে খাম ছিল না?”

    “না।” “এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কিন্তু আগে এটা দেখা যাক।” কাগজে বড়াে হাতের অক্ষরে মাত্র ছ'টা শব্দ লেখা।।

    সেইন্ট মেরির গির্জা। কাল। ঠিক দুপুরে। | “লেখাটা ইংরেজিতে,” হােমস মন্তব্য করল। কিন্তু লােকটা ইংরেজ না। অক্ষরগুলাে বড়াে হাতের। ওয়াটসন, তার উদ্দেশ্য সম্পর্কে তােমার ধারণা কী?”

    “হাতের লেখা পালটানাের জন্য,” বললাম।

    “সেটা হতে পারে। তবে লােকটা আগে কখনাে মি. কারস্টেয়ারসের কাছে। কিছু লেখেনি, মনে হয় না ভবিষ্যতেও লিখবে, তুমি হয়তাে ভাবছাে এই লেখার কোনাে অর্থ নেই। আপনার হাতে দেওয়ার সময় কি কাগজটা ভাঁজ করা ছিল মি. কারস্টেয়ারস?”

    “না, তা ছিল না। পরে আমি নিজে ভাঁজ করেছি।”

    “ব্যাপারটা একটু একটু করে পরিষ্কার হচ্ছে। যে গীর্জার কথা সে লিখেছে, সেইন্ট মেরি। আমার ধারণা সেটা উইম্বলডনে?”

    The house of Silk Bangla Pdf


    BookPublisherAuthor F Size
    দ্য হাউজ অব সিল্কভূমিপ্রকাশঅ্যান্টনি হরিউৎয২৪ মেগাবাইট
    BookshopPriceLanguage T Page
    Durdin MagazineOnly 250 TakaBangla240

    Read More: As A Man Thinketh Pdf

    শার্লক হোমস সিরিজে দ্য হাউজ অব সিল্ক 

    “হটহাউজ লেন,” বললেন কারস্টেয়ারস। “আমার বাসা থেকে কয়েক মিনিটের হাঁটাপথ।”

    “এরকম আচরণের কোনাে যৌক্তিকতা আছে বলে আপনার মনে হয়? লােকটা আপনার সাথে কথা বলতে চায়। সেই ব্যাপারে আপনার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে গেছে। কিন্তু সে কথা বলেনি। একটা শব্দও না।”

    “আমার ধারণা সে আমার সাথে একা বলতে চায়। আর যখন এটা হয়েছে, আমার স্ত্রী ক্যাথরিন তার কয়েক মুহূর্ত পরই দ্য হাউজ অব সিল্ক pdf বই হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল।

    Tags

    Post a Comment

    0Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
    Post a Comment (0)

    #buttons=(Accept !) #days=(20)

    Our website uses cookies to enhance your experience. Learn More
    Accept !