একজন অপরিচিত ব্যক্তির বাড়ি ডাকাতিকে কেন্দ্র করে লেখা শার্লক হোমস সিরিজ এর দ্য হাউজ অব সিল্ক pdf বইটি লিখেছেন অ্যান্টনি হরোউইৎয। ভূমিপ্রকাশ থেকে বইটির বাংলা অনুবাদ করেছেন শোভন নবী।
দ্য হাউজ অব সিল্ক Pdf
দ্য হাউজ অব সিল্ক Pdf নিয়ে চিরকুট
আমার ওয়াকিং স্টিকটা তুলে ধরলাম আত্মরক্ষার জন্য। কিন্তু মারপিট করাটা তার উদ্দেশ্য ছিল না। সে সামনে আসাতে প্রথমবারের মতাে তার চেহারা দেখলাম : পাতলা ঠোঁট, গাঢ় বাদামী চোখ, ডানগালের ওপর গভীর কাটাদাগ, মনে হচ্ছিল অধুনা কোনাে বুলেটসৃষ্ট ক্ষত। সে মদ্যপ ছিল-গন্ধ পাচ্ছিলাম। কোনাে কথা না বলে এক টুকরাে চিরকুট বের করে আমার হাতে গুঁজে দিল। আটকানাের চেষ্টা করেছিলাম কিন্তু ছুটে পালিয়ে গেল।”
“চিরকুটটা?” হােমস প্রশ্ন করল। “আমার কাছেই আছে।”
চিত্র বিক্রেতা একটা চার ভাজ দেওয়া চারকোণা কাগজ হােমসের হাতে দিলেন। হােমস সাবধানে সেটা খুলল, “ওয়াটসন, আমার গ্লাসটা দাও।” আমি তার হাতে ম্যাগনিফাইং গ্লাসটা দিতে সে কারস্টেয়ারসের দিকে তাকিয়ে বলল, “কোনাে খাম ছিল না?”
“না।” “এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কিন্তু আগে এটা দেখা যাক।” কাগজে বড়াে হাতের অক্ষরে মাত্র ছ'টা শব্দ লেখা।।
সেইন্ট মেরির গির্জা। কাল। ঠিক দুপুরে। | “লেখাটা ইংরেজিতে,” হােমস মন্তব্য করল। কিন্তু লােকটা ইংরেজ না। অক্ষরগুলাে বড়াে হাতের। ওয়াটসন, তার উদ্দেশ্য সম্পর্কে তােমার ধারণা কী?”
“হাতের লেখা পালটানাের জন্য,” বললাম।
“সেটা হতে পারে। তবে লােকটা আগে কখনাে মি. কারস্টেয়ারসের কাছে। কিছু লেখেনি, মনে হয় না ভবিষ্যতেও লিখবে, তুমি হয়তাে ভাবছাে এই লেখার কোনাে অর্থ নেই। আপনার হাতে দেওয়ার সময় কি কাগজটা ভাঁজ করা ছিল মি. কারস্টেয়ারস?”
“না, তা ছিল না। পরে আমি নিজে ভাঁজ করেছি।”
“ব্যাপারটা একটু একটু করে পরিষ্কার হচ্ছে। যে গীর্জার কথা সে লিখেছে, সেইন্ট মেরি। আমার ধারণা সেটা উইম্বলডনে?”
The house of Silk Bangla Pdf
| Book | Publisher | Author | F Size |
|---|---|---|---|
| দ্য হাউজ অব সিল্ক | ভূমিপ্রকাশ | অ্যান্টনি হরিউৎয | ২৪ মেগাবাইট |
| Bookshop | Price | Language | T Page |
| Durdin Magazine | Only 250 Taka | Bangla | 240 |
Read More: As A Man Thinketh Pdf
শার্লক হোমস সিরিজে দ্য হাউজ অব সিল্ক
“হটহাউজ লেন,” বললেন কারস্টেয়ারস। “আমার বাসা থেকে কয়েক মিনিটের হাঁটাপথ।”
“এরকম আচরণের কোনাে যৌক্তিকতা আছে বলে আপনার মনে হয়? লােকটা আপনার সাথে কথা বলতে চায়। সেই ব্যাপারে আপনার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে গেছে। কিন্তু সে কথা বলেনি। একটা শব্দও না।”
“আমার ধারণা সে আমার সাথে একা বলতে চায়। আর যখন এটা হয়েছে, আমার স্ত্রী ক্যাথরিন তার কয়েক মুহূর্ত পরই দ্য হাউজ অব সিল্ক pdf বই হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল।
