খোজা ইতিহাস Pdf : আশরাফ উল ময়েজ

0

    খোজা ইতিহাস Pdf বইটিতে আশরাফ উল ময়েজ খোজা সম্প্রদায়ের মানুষজনের সঠিক ইতিহাস বের করে এনেছেন।

    প্রাচীন মানুষদের খোজা হওয়ার কারণ

    মানুষ খোজা হওয়ার পেছনে তিনটি কারণ থাকে।

    1. প্রাকৃতিক কারণ
    2. খোজা হতে বাধ্য করা
    3. ইচ্ছেকৃত খোঁজা হওয়া 

    প্রাচীন মানুষদের খোজা হওয়ার প্রধান কারণ হচ্ছে তারা তাদের শাসক কর্তৃক খোজা হতে বাধ্য হতো। হারেম খানায় কিংবা রানীর সেবায় যেসব পুরুষ লোক নিয়োগ করা হতো তাদেরকে প্রথমে খোজা করে নেওয়া হতো। কেউ খোজা না হতে চাইলে তাকে অমানুষিক নির্যাতন করা হতো।

    আবার কেউ কেউ নিজেদের বিকৃত যৌন লালসা পূরণ করতে ইচ্ছাকৃত খোঁজা হতো। আপনারা এই বইটিতে বিভিন্ন জাতি, উপজাতিদের মধ্যে মানুষজন কেন খোঁজা হতো সেসব কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা জানতে পারবেন।

    খোজা ইতিহাস Pdf

    খোজা ইতিহাস Pdf



    Book Publisher Author  F Size
    খোজা ইতিহাস  রোদেলা প্রকাশনী  আশরাফ উল ময়েজ ৫ মেগাবাইট
    Bookshop Price Language  T Page
    Durdin Magazine Only 175 Taka Bangla 185

    Read More: নটরাজ Pdf

    আশরাফ উল ময়েজ

    আশরাফ উল ময়েজ এর জন্ম ঢাকায়, ২ জুন ১৯৬৫। বেড়ে ওঠা ও জীবনযাপন ঢাকাতেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে স্নাতকোত্তর। বাংলাদেশ ও অষ্ট্রেলিয়াতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন। বর্তমানে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে। প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। 

    ভ্রমণ ও পড়াশােনায় কোন ক্লান্তি নেই। 

    আশরাফ উল ময়েজ এর প্রকাশিত গ্রন্থ তালিকা

    • হিমােফিলিয় • ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া ও টাইফয়েড মহামারী তার প্রকাশিত বইয়ের মধ্যে অন্যতম।

    খোজা ইতিহাস বইটি পড়ে কেমন লেগেছে মতামত দিন।

    Tags

    Post a Comment

    0Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
    Post a Comment (0)

    #buttons=(Accept !) #days=(20)

    Our website uses cookies to enhance your experience. Learn More
    Accept !