Eleven Minutes Bangla PDF by Paulo Coelho is an onubad book published in Bangladesh.
ইলেভেন মিনিটস pdf
মারিয়া নামের এক তরুণীর অতি উৎসাহী মন ও চঞ্চল জীবন যাপন তাকে নিয়ে যায় এমন এক পরিবেশে, যেখানে জীবন হয়ে উঠে রহস্যময়। সে কি পারবে তার পরিবারর কাছে ফিরে আসতে?
ইলেভেন মিনিটস বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মারিয়ার আত্মোপলব্ধি, বিশৃঙ্খল জীবনযাপন যে সুখ এনে দিতে পারে না, তার আরেকটি উদাহরণ মারিয়ার উদাসীন সিদ্ধান্ত।
প্রস্তাব পেল মারিয়া
পাওলো কোয়েলহো এই বইটির মাধ্যমে এগারো মিনিট ও মারিয়ার কাটানো সময়কে পাঠকের সামনে নান্দনিক ভাবে তুলে এনেছেন।
ওই রাতে কোপাকাবানায় গিয়ে মারিয়া দেখে র্যালফ তার জন্য অপেক্ষা করছে। খদ্দের বলতে একমাত্র সে-ই আছে। মিলান মারিয়াকে তীক্ষ চোখে লক্ষ করছিল।
‘আমার সঙ্গে ড্রিঙ্ক করবে?' জিজ্ঞেস করল র্যালফ। ‘আমার কাজ আছে। চাকরি খােয়াতে চাই না।'
‘আমি এখানে খদ্দের হিসেবে এসেছি। তােমাকে পেশাদারী প্রস্তাব দিচ্ছি।'
এই মানুষটি, যাকে সেদিন বিকেলে ক্যাফেতে প্রবল আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, যে অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলি চালাতে জানে ক্যানভাসের বুকে, যার সঙ্গে বড় বড় লােকের ওঠা-বসা, যার বার্সেলােনায় এজেন্ট আছে এবং নিঃসন্দেহে যে প্রচুর টাকা কামাই করে, সে এখন নিজের দুর্বলতা প্রকাশ করছে; সে এমন এক জগতে প্রবেশ করেছে যেখানে তার আসা উচিত হয় নি; সে সান্তিয়াগাে রােডের রােমান্টিক ক্যাফেতে আর নেই।
বিকেলের 'আনন্দটা হঠাৎ মরে গেছে।
‘তাে, ড্রিঙ্ক করবে?' ‘পরের বার। আজ রাতে আমার ক্লায়েন্ট আছে।
মিলান মারিয়ার শেষ কথাটা শুনে ফেলল। তবে পাত্তা দিল না। মারিয়া যার সঙ্গে খুশি বিছানায় যাক, সেটা তার ব্যাপার। মিলান নিজের কমিশন বুঝে পেলেই খুশি। মারিয়ার বিছানা সঙ্গীর ব্যাপারে সে সিদ্ধান্ত দেয়ার কেউ না। সেই রাতে, একজন বৃদ্ধ, একজন অ্যাকাউটেন্ট এবং একজন ইনস্যুরেন্স সেলসম্যানকে সঙ্গ দেয়ার পরে, মারিয়ার ডায়েরি থেকে :
এই চিত্রকর আমার কাছে চায় কী? সে বুঝতে পারছে না আমাদের দুজনের দেশ, সংস্কৃতি এবং মিলিত হওয়ার পদ্ধতিও আলাদা? তার কী ধারণা আমি তাকে প্রচুর আনন্দ দিতে পারব এবং আমার কাছ থেকে কিছু শিখতে চাইছে?
সে কেন আমি এখানে একজন কাস্টমার হিসেবে এসেছি’ ছাড়া অন্য কিছু বলল না? তার জন্য কি একথাটা বলা সহজ ছিল না : ‘তােমাকে আমি মিস করছি' কিংবা ‘তােমার সঙ্গে বিকেলটা আমি দারুণ উপভােগ করেছি? আমিও একইভাবে সাড়া দিতাম (কারণ আমি প্রফেশনাল)। আমার নিরাপত্তাহীনতার বিষয়গুলাে তাকে বুঝতে হবে। কারণ আমি নারী, আমি দুর্বল।
আমি যখন ওই জায়গাটাতে যাই, ভিন্ন একজন মানুষ হয়ে উঠি। ও পুরুষ। ও চিত্রকর। ওর বােঝা উচিত প্রতিটি মানুষের মূল লক্ষ্য হলাে পরিপূর্ণ ভালােবাসার অর্থ বুঝতে পারা। ভালােবাসার দেখা যেখানে সেখানে মেলে না, ভালােবাসা পাওয়া যায় আমাদের মাঝে; আমরা এটাকে জাগিয়ে তুলি। কিন্তু এ কাজটা করার জন্য আরেকজনকে দরকার।
পৃথিবী তখনই অর্থবহ হয়ে ওঠে যখন আমরা পরস্পরের সঙ্গে আবেগ-অনুভূতি ভাগ করে নিতে পারি। ও বলেছে মিলিত হওয়া নিয়ে ও ক্লান্ত। আমিও। আমরা কেউই জানি না এটা আসলে কী। ওর উচিত ছিল আমাকে রক্ষা করা, আমার উচিত ছিল ওকে রক্ষা করা। কিন্তু ও আমার জন্য সে রকম কোনও রাস্তা রাখে নি।
Eleven Minutes Pdf in Bangla
ভয় লাগছে মারিয়ার। বুঝতে পারছে দীর্ঘ মাসগুলাের আত্মনিয়ন্ত্রণ, চাপ, ভূমিকম্প, তার আত্মার অগ্নিগিরি এখন ইঙ্গিত দিচ্ছে বিস্ফোরণ ঘটল বলে। আর এটা যে মুহূর্তে ঘটবে- নিজের আবেগ-অনুভূতি আর চাপা দিয়ে রাখতে পারবে না মারিয়া। কে এই দুবৃত্ত চিত্রকর, যে হয়তাে নিজের জীবন সম্পর্কে মিথ্যা কথা বলেছে, যার সঙ্গে মাত্র কয়েকটা ঘণ্টা কাটিয়েছে মারিয়া, সে তার হাতটা পর্যন্ত ধরে নি, তাকে প্রলােভিত করার চেষ্টা করে নি- তার কথা এত মনে পড়ে কেন?
কেন মারিয়ার বুকের মাঝে দুরুদুরু ঘন্টা বাজে? কারণ ও বুঝতে পারছে একই ঘটনা তার জীবনেও ঘটছে, না, মারিয়া ভুল বলছে। র্যালফ হার্টের আসলে এক নারীর দরকার যে তার ভেতরের আগুনটাকে জ্বালিয়ে দিতে পারে, যে আগুন র্যালফের বুকে প্রায় নিভে গেছে।
মারিয়া কেন তার কথা ভাবছে? সেও কি মারিয়ার কথা ভাবছে নাকি এ মুহূর্তে অন্য কোনও নারীর ছবি আঁকছে এবং বলছে তার মধ্যে বিশেষ এক আলাে’ আছে এবং তাকেও মারিয়ার মতাে একান্ত কাছে চাইছে?
র্যালফের কথা মন থেকে জোর করে দূর করার জন্য নানান কাজে নিজেকে ব্যস্ত রাখল মারিয়া। নিউ মার্কেটে গেল, তার বাবার কাছে চিঠি লিখল। জানাল কেমন ধরনের জমি সে কিনতে চাইছে। কবে ফিরবে তার কোনও দিনক্ষণ জানাল না, তবে শীঘ্রই যাবার ইঙ্গিত দিল।
ইলেভেন মিনিটস by পাওলো কোয়েলহো
মারিয়া ঘুমাল। ঘুম থেকে জাগল। আবার ঘুমাল। সে লাইব্রেরি থেকে যে বইগুলাে নিয়ে এসেছে, সুইস কৃষকদের তা খুব কাজে দেবে, তবে ব্রাজিলীয়দের কোনও কাজে লাগবে না- দুটো সম্পূর্ণ ভিন্ন জগৎ। বিকেল নাগাদ টের পেল মারিয়া তার ভেতরের ভূমিকম্প, অগ্নিগিরি আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। স্বস্তিবোেধ করল সে; এরকম হঠাৎ আবেগের ঘটনা। আগেও ঘটেছে, পরদিনই তা আবার থিতু হয়ে এসেছে- ভালাে, তার পৃথিবী বদলাচ্ছে না।
তার একটি পরিবার আছে যারা তাকে ভালােবাসে, একজন লােক আছে যে মারিয়ার জন্য অপেক্ষা করছে এবং তাকে ঘনঘন চিঠি লিখছে, বলছে তার দোকান আরও বড় করেছে। মারিয়া যদি আজ রাতেই প্লেনের টিকেট কাটে, ছােটখাট একটি খামার কেনার টাকা সে সঙ্গে নিয়ে যেতে পারবে। মারিয়া তার স্বপ্নের কথা জানে। এ স্বপ্ন পূরণে যা খুশি করতে পারবে সে।
তবে তার এ স্বপ্নে সেরকম কোনও পুরুষের স্থান নেই যে কিনা মারিয়া। মাতৃভাষায় কথা বলতে পারে না অথবা তার শহরে বাস করে না।
ভূমিকম্পের রেশ কমে এলে মারিয়া বুঝতে পারল ওর নিজেরও দোষ আছে। ও কেন র্যালফকে বলল না : আমি একা, তােমার মতই দুঃখী, গত রাতে তুমি আমার মাঝে আলাে দেখেছ। এখানে আসার পরে কোনও পুরুষ মানুষ এই প্রথম এত সুন্দর কথা আমাকে বলল।'
রেডিওতে পুরানাে দিনের গান বাজছে : ‘জন্মাবার আগেই মরে যায় আমার ভালােবাসা। হ্যা, মারিয়ার জীবনেও তা-ই ঘটেছে, এটাই তার নিয়তি। দুইদিন পরে, মারিয়ার ডায়েরি থেকে :
প্যাশন বা আবেগ একজন মানুষকে এমনভাবে পাগল করে তােলে সে নাওয়া-খাওয়া ভুলে যায়, কাজে যেতে দেরি করে, একমাত্র আবেগের পেছনেই ছুটে। প্রেমের দিকে টানতে থাকে ক্রমশ।
Eleven Minutes Bangla Pdf
| Book | Publisher | Author | F Size |
|---|---|---|---|
| Eleven Minutes | রোদেলা প্রকাশনী | Paulo Coelho | ৫ মেগাবাইট |
| Bookshop | Price | Language | T Page |
| Durdin Magazine | Only 200 Taka | Bangla | 236 |
Read More: Stress Management Bangla Pdf
অনুবাদক অনীশ দাস অপু এই বইটির ভাষান্তর করেছেন। সহজ সরল প্রাঞ্জল অনুবাদে সহজেই পড়ে শেষ করতে পারবেন। উপন্যাসটি কেবল প্রাপ্ত বয়স্কদের জন্য সুপারিশ করা হচ্ছে।
Eleven Minutes bangla pdf বই পড়ে আপনাদের কেমন লেগেছে জানাবেন।
