সেল মি দিস পেন — Sell Me This Pen — Rasel A Kawser PDF

0

    বই নিবো পিডিএফ রিভিউ জগৎে আপনাকে আবারো স্বাগতম। আজকে আমরা রাসেল এ কাউসার ভাইয়ের লেখা রকমারির বেস্টসেলার একটি বই ফ্রি পড়ব। চলুন শুরু করা যাক।

    সেল মি দিস পেন

    চাকরির ভাইভা পরীক্ষায় প্রায়ই পরীক্ষার্থীকে যে প্রশ্নগুলো করা হয় তার মধ্যে অন্যতম সেল মি দিস পেন। অনেকেই ঘাবড়ে যান, বা কাচুমাচু করেন। কলম বিক্রি করা আর হয় না। যারা এই জটিল কাজটা সহজ করে করতে জানেন না, তাদের জন্য রাসেল এ কাউসার  নিয়ে এসেছেন সেল মি দিস পেন বাংলা বুক।

    নিজের আত্মউন্নয়ন এবং অধিক ভাল মার্কেটিংয়ের জন্য এই বইটি পড়া খুবই গুরুত্বপূর্ণ।

    সেল এর একটা নিয়ম কি জানেন? 

    বিক্রি তো আমরা সবাই করি। কিন্তু আসল রহস্য আমাদের কজনেরই বা জানা আছে? আমরা আসলে কী বিক্রি করছি বা আমাদের কি বিক্রি করার কথা ছিল?

    Don't sell the feature, Sell the Benefit

    সে আপনি একটা কলম বিক্রি করেন আর নিজেকে। একটা কলমের ফিচার হলাে সেটা দিয়ে লেখা যায়, শুধু লেখা যায় বলেই কি আমরা কলম কিনি? 

    তাহলে আপনি Econo DX কেন ব্যবহার করেন না এখনও? কারণ Matador দিয়ে আরও ভালােভাবে লেখা যায় যে!

    সহজ প্রশ্নের সহজ উত্তর। 

    আপনার ফিচার কি? 

    আপনি কথা বলতে পারেন, প্রশ্ন হলাে কত ভালাে কথা বলতে পারেন? আর এই ভালাে কথা বলতে পারা বা না পারার উপরই কিন্তু নির্ভর করে সেরা সুযােগটা আপনি পাবেন কি পাবেন না, সেরা চাকরিটা আপনার হবে কি হবে না, বিজনেসের ফান্ডের জন্য সেরা ইনভেস্টরকে পটাতে পারবেন কি পারবেন না! 

    মজার কথা কি জানেন? আমার এই আর্টিকেল পড়া আপনি এখনই বন্ধ করে দিবেন যদি আপনার মনে হয় এখান থেকে কোনাে বেনেফিট আপনি পাবেন না। 

    তাই আবারাে মনে করিয়ে দিচ্ছি- Feature সেল কইরেন না ভাই, করলে Benefit সেল করেন। আর লাইফে কীভাবে বেনেফিট যােগ করবেন, সেটা জানতে আপনার হাতে থাকা স্মার্টফোন, একটা নােটবুক আর একটা কলম নিয়ে বসে পড়ুন। যেমন তেমন কলম না কিন্তু! বেনেফিট ওয়ালা কলম নিয়ে বসুন।

    Sell Me This Pen logo

    বইয়ের লেখক: রাসেল এ কাউসার

    আর্টিকেল লেখক: বই নিবো ডট এক্স ওয়াই জেড


    Book Publisher Author  F Size
    সেল মি দিস পেন
    অন্বেষা প্রকাশন রাসেল এ কাউসার ৫ মেগাবাইট
    Bookshop Price Language  T Page
    Durdin Magazine Only 250 Taka Bangla 176

    সূচিপত্র : সেল মি দিস পেন


    • ভারতের সেই মুচির গল্প
    • সময়কে খরচ না করে ইনভেস্ট করুন
    • People will Judge You by your Cover
    • Winner's never Quit, and Quitter never Win
    • Trap yourself
    • হয় ইংরেজি শিখুন, না হয় ইংরেজি শিখুন
    • Networking is a New Currency
    • কথা না মুখ থেকে বের হােক
    • ম্যাজিক বই পড়তে ভালাে লাগে না?
    • বই তাে পড়ি অনেকে
    • কিন্তু মনে রাখি কয়জনে?
    • Win the Morning, Win the Day
    • Personal Finance Plan that School does not Teach you
    • যার হাতে Youtube আছে তার হাতে গােটা দুনিয়া আছে
    • ফেসবুক হলাে ছুরির মতাে এখানে টাকা ছাড়া ওয়েবসাইট বানানাে হয়।
    • Short Time Memory? Create Your Third Identity
    • মামা চাচা লাগবে?
    • Stupid Small Target
    • লাইফে একজন গ্রোথ হ্যাকারের বড়ই প্রয়ােজন!
    • Wheel of Life Lack of Communication Ruins Everything!
    • ৮০ বড় নাকি ২০ বড়? আমি বলি, ২০ বড়!
    • Hobby যেন খাবার দেয়!
    • Hard Work কইরেন না, করলে Smart Work করেন
    • আপনি কেস স্টাডি পছন্দ করেন না?
    • কান টানলে মাথা তাে আসবেই!
    • Are you Future Proof?
    • Are You Ready To Start?
    • একটি সিভির ময়নাতদন্ত
    • একটি প্রাক ইন্টারভিউ গল্প!
    • This Email Will Save Your Money SSC
    • Kaizen জানুন, Productive হােন, Guarantee আমার.
    • Root Cause Analysis
    • একজন Update দেয় অন্যজন দেয় Sollution
    • আপনার প্রথম ইন্টারভিউ এর কথা মনে আছে? ১২৭ বসেন বসেন, একটু Polite হওয়ার চেষ্টা করি।
    • If there is Sharing, of course, There is Caring Single Effort Double Profit JOY
    • দক্ষতা সেল করেই টাকা আনুন
    • হতে কি চান উদ্যোক্তা?
    • ভ্যালু, ভ্যালু এবং ভ্যালু
    • বিনা পয়সায় প্রমােশন!
    • সেল করবেন? নাকি সেল বাড়াবেন?
    • যাক না বিজনেসের গ্রোথটা বেড়ে
    • কে না চায় Brand হতে?
    • যে টেকনিক এনগেজমেন্ট বাড়ায়!
    • নেগােসিয়েশনে কি খালি হেরেই যাচ্ছেন?
    • বিজনেস-এর নাম ভাবতে গিয়ে রাস্তায় রাস্তায় হোঁচট খেতে হচ্ছে?
    • আপনার ফেসবুক বিজনেস তাে
    • একদিন কোম্পানি হতেই পারে!
    • Idea Generation টাই তাে প্রথম ধাক্কা!
    • Bootstrapping করেই অভিজ্ঞতা নিয়ে নিন!
    • ক্রাউড ফান্ডিং পাইতে চান?
    • Fund Management হয়ে যাক গল্পের আসরে
    • ৫০০ টাকায় নিজের অফিস!
    • Lead your Life, don't Let your Life Lead you


    ভারতের সেই মুচির গল্প

    ভাবুন তাে সেই ভারতে একজন মুচি জুতাে সেলাই করছে আর আমরা বাংলাদেশে বসে বসে তার গুল্প শুনছি। একজন মানুষের জীবনে এর থেকে বড় সফলতা আর কী হতে পারে?

    সেই সফল মানুষের গল্প দিয়েই তবে শুরু করি।

    ইন্ডিয়ায় মুচিরা প্রতিদিন গড়ে ২০০/২৫০ রুপি আয় করে। কিন্তু একজন ভিন্ন রকম মুচি রয়েছে, যে কিনা রােজ ৫০০ রুপি আয় করে।

    প্রশ্ন হলাে কেন? কারণ সেই ব্যক্তি সাধারণ কাজটি খুব অসাধারণভাবে করেছে। সে বাদ বাকি অন্য সবার মতােই একইভাবে মাটিতে বসে জুতা সেলাই করলেও অন্য সবার চেয়ে তার মধ্যে একটু ভিন্নতা রয়েছে।

    যেখানে বাকিদের পিছনে বা মাথার উপর ব্যানারে লেখা- এখানে জুতা সেলাই করা হয় সেখানে সেই মুচি লিখে দিয়েছে, এখানে জুতার অপারেশন করা হয়। ডাক্তার বসার সময় সকাল ৯ টা থেকে রাত ৯ টা। জরুরি রােগী হলে ICU এর ব্যবস্থা রয়েছে।

    বুঝুন অবস্থাটা।

    ইন্ডিয়ার মানুষজন এই মুচিকে রীতিমতাে ‘ডাক্তার সাহেব' বলে সম্বােধন করে। আর মােটিভেশনাল স্পিকাররা সেই মুচির নাম তাদের উদাহরণে টেনে আনে।

    এই গল্পটা দিয়ে শুরু করার দুইটা কারণ রয়েছে

    ১. আপনার যা আছে তা দিয়েই নিজের লাইফে ভ্যালু অ্যাড করতে
    শুরু করুন। একদম যা আছে তার কথাই বলছি।

    ২. সাধারণভাবে নয়, একটু অসাধারণভাবে পথ চলুন। অসাধারণ
    চিন্তাভাবনা করুন। অসাধারণ মানুষদের সাথে মিশুন। অসাধারণ
    অ্যাকটিভিটির সাথে সংযুক্ত থাকুন। 

    ইন্ডিয়ার সেই মুচি সবার থেকে নিজেকে আলাদাভাবে তৈরি করতে পারলে আমরা পারব না কেন?

    এই প্রশ্নের জবাব যদি ‘হ্যা আমরাও পারব' হয় তাহলে আপনাকে আমার বইয়ের অবশিষ্ট অংশে স্বাগতম। 

    কেন আমরা ব্যর্থ হই? 

    বাংলাদেশ এমন একটি দেশ যেখানে লাখ লাখ শিক্ষিত ছেলে-মেয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে। উল্টো পাশে দেখেন এই লাখ লাখ বেকারের জায়গায় আবার লাখ লাখ বিদেশিও কাজ করে যাচ্ছে। তাও আবার বহুগুণ টাকা স্যালারি নিয়ে।

    সমস্যাটা কী ভাই? সমস্যা একটাই, আমাদের ছেলেমেয়েরা সঠিক সময়ে সঠিক ইনফরমেশনটা পায় না। 

    তারা জানে না লাইফ নিয়ে কী করতে হয়। হ্যা তারা জানে এবং বােঝে ঠিকই, কিন্তু কিছুটা পরে, তখন রিকভার করার সুযােগটাই আর থাকে না। 

    আমার তাে মনে হয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলােতে একটি কোর্স রাখা উচিত যেখানে একজন প্রাক্তন ব্যাক বেঞ্চার তার জীবনের উত্থানপতনের (Ups and Downs) গল্পগুলাে শােনাবেন রােজ। তারা শােনাবেন তারা কোথায় কোথায় ভুল করেছিলেন এবং কীভাবে ভুলগুলাে শুধরে সামনে এগিয়ে গিয়েছেন। 

    লাইফে একটি U-Turn খুব দরকার ভাই। আর সেই U-Turn টাই কীভাবে নিতে হবে তা নিয়েই আজকের এই বই।

    মনে রাখতে হবে First Move নিয়ে লাভ নেই, Fast Move করতে হবে। First Move তাে Nokia ও নিয়েছিল।

    সময়কে খরচ না করে ইনভেস্ট সেল করুন

    আপনারা দুই বন্ধু রাম এবং সাম। দুইজন মিলে একদিন গেলেন জংগলে গাছ কাটবেন বলে। শুরু হলাে দুইজনের গাছ কাটা প্রতিযােগিতা। 

    গাছ কাটছেন তাে কাটছেন, কিন্তু গাছ তাে নড়ে না। ঘটনা হচ্ছে আপনাদের দুইজনের কারাে কুড়ালেই কোন ধার নাই। তাই গাছ ও কাটে না।

    এইটা ছিল গল্প, এবার আসেন বাস্তবে।

    ধরেন ভােতা কুড়াল দিয়েই কোনমতে গাছ টা কেটে ফেলেছেন, কিন্তু সময় লেগে গেছে ২ ঘন্টা।

    এবার একবার ভাবুন, যখন দেখছিলেন গাছ কাটছিল না আপনি তাে চাইলে কুড়াল টা একটু ধার ও দিতে পারতেন, কিন্তু দেন নাই।

    কারণ আপনি ভয় পেয়েছিলেন! ধার দিতে গিয়ে যেই ১০ মিনিট খরচ হবে, সেই ১০ মিনিটে সাম তাে আবার এগিয়ে যাবে।

    একটু থামেন...

    ভাবেন...

    যদি ১০ টা মিনিট কুড়াল টা ধার দিয়ে নিতেন, গাছ টা কাটতে ২ ঘন্টার জায়গায় আপনার হয়তাে লাগতাে ৩০ মিনিট।

    এবার একটা অংক মিলাই চলুন,

    ১০ মিনিট + ৩০ মিনিট = ৪০ মিনিট।

    ১২০ মিনিটের কাজ হয়ে যেতাে ৪০ মিনিটে, কিন্তু তারপর ও আপনি সাহস করেন নাই, শুধু ওই ১০ মিনিট খরচ হবে বলেই।

    ভুল টা কি জানেন? ওই ১০ মিনিট কে খরচ বলে না, বলে ইনভেস্টমেন্ট। 

    নিজেকে ১ টা বছর দিন, নিজের পিছনে বিনিয়ােগ করুন, যা যা জানেন না পারেন না লিস্ট বানান, লিস্ট এর শুরুতে সেগুলােই রাখুন। 

    People Will Judge You by Your Cover

    একটি বইকে কিন্তু কাভার দিয়ে যাচাই করা যায় না, কিন্তু তারপরও মানুষ এটিই করে। সাে সুযােগ থাকলে নিজের কাভার নিয়ে কাজ করাটা খুবই জরুরি।

    আপনি ভিতরে ভিতরে কতটা দক্ষ সেটি তাে আপনি জানেনই, কিন্তু মানুষকে জানাতে হলে কাজ করতে হবে। ওই যে বললাম কাভার বানাতে হবে জোশ করে।

    আর এই কাভার বানাতে গেলে আপনার জানা থাকা লাগবে অনেকগুলাে ইনফরমেশন, কিন্তু আফসােস সেই ইনফরমেশনগুলােই আপনার কাছে নাই। 

    আজ আমি আপনাকে সেগুলােই দিব। 

    ১. Forbes 30 under 30 : 

    Forbes হচ্ছে একটি আমেরিকান বিজনেস ম্যাগাজিন। Forbes সাধারণত প্রত্যেক সপ্তাহে একটি করে ম্যাগাজিন প্রকাশ করে। 

    • বিজনেস সংক্রান্ত টপিক যেমন, Innovation, Marketing, Investing, Finance, Art and Style, Education, Health Care, Media, Music ইত্যাদি নিয়ে। 
    • Forbes ২০১১ সালে প্রথমবারের মতাে Forbes 30 under 30 list প্রকাশ করেছিল।
    • তারা সাধারণত Best and Boldest ইয়ং লিডারদেরই খোঁজে তাদের কমিউনিটির অংশ হিসেবে।
    • Forbes তাদের এই লিস্ট শুধু Asia, Europe এবং US/Canada এর জন্য করে থাকে। 
    • Asia থেকে তারা প্রতি বছর ১০ টা ক্যাটাগরিতে ৩০০ নাম প্রকাশ করে। 

    বাংলাদেশ থেকেও কিন্তু বেশ কজন এ অবধি Forbes এ নিজের নাম তুলে নিয়েছেন। এবার ভাবুন আপনি সেই ৩০০ জনের একজন হতে পারবেন কিনা? 

    যদি মনে করে থাকেন আপনিও একজন Best and Boldest Young Leader তবে আপনি নিজের জন্য Nomination ফরমটা ফিলআপ করে নিতে পারেন। 

    Global Goodwill Ambassador : কমিউনিটি বা দেশের জন্য ভালাে কাজ করছেন? সােসাইটি । কমিউনিটি ডেভেলপমেন্টে আপনার অবদান রয়েছে? তাহলে আপনিও পেয়ে যেতে পারেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত Global Goodwill Ambassador পদবি। 

    তবে এর জন্যে আপনার সমস্ত অ্যাক্টিভিটি আপনার Linkdin প্রােফাইলে লিস্টেড থাকতে হবে, এবং আপনার অ্যাক্টিভিটির বয়স ৫ বছর হতে হবে। 

    Ambassador হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? কিছু না, শুধু Global Goodwill Ambassador এর Website এ গিয়ে একটি ম্যাসেজ পাঠাতে হবে। 

    The Duke of Edinburgh's International Award 

    এই এওয়ার্ডটা দেয়া হয় ১৪-২৪ বছরের ছেলেমেয়েদের তাদের কাজের স্বীকৃতি স্বরূপ। ১৪, ১৫, এবং ১৬ বছরের ঊর্ধ্বের বয়সের ছেলেমেয়ের জন্য রয়েছে যথাক্রমে Bronze, Silver এবং Gold Award.

    The Duke of Edinburgh's International Award পেতে আপনাকে ৪ টা সেকশনে অংশগ্রহণ করতে হবে। 

    • Physical Recreation, আপনার Physical activity থাকতে হবে।
    • অর্থাৎ যেকোনাে প্রকার একটি স্পাের্টসের সাথে আপনার জড়িত
    • থাকা লাগবে। 
    • Skill, এই সেকশনে কোনাে একটি বিশেষ সাজেক্টের উপর
    • আপনার দক্ষতা থাকতে হবে। হতে পারে Music, Painting, Photography বা অন্য যেকোনাে কিছু। 
    • Voluntary Service, এই সেকশনে অংশগ্রহণকারীকে কোনাে না কোনাে Voluntary কাজের সাথে জড়িত থাকতে হবে। হতে পারে সেটি আপনার স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের কোনাে ক্লাব বা বাইরের কোনাে Charity Organization। 
    • Adventurous Journey, এই সেকশনে আপনার দরকার হবে একটি টিমের সাথে Journey করার অভিজ্ঞতা। হােক সেটি পাহাড়ে অথবা নদীতে। 

    এই যে চার-চারটা সেকশনের নাম বললাম হিসেব করে দেখেন তাে কয়টা সেকশনের সাথে আপনি জড়িত। আমার ধারণা অনেকের চারটা সেকশন এই দক্ষতা রয়েছে। তাহলে আর দেরি কেন? এক্ষণই তাদের website ভিসিট করুন আর ঘরে নিয়ে আসুন একটি International Award. 

    Bangladesh Business Awards 

    স্টার্টআপ তাে শুরুই করে দিলেন। ইনকামও ভালােই হচ্ছে। এখন একটি স্বীকৃতি পেলে তাে মন্দ হয় না। মন্দ? আরেহ এ তাে সােনায় সােহাগা হয়ে যাবে ভাই। আর এই সােহাগ দেয়ার জন্য মানে আপন উদ্যোগকে আরও বেশি Inspire করার জন্য DHL Bangladesh এবং The Daily Star প্রতিবছর আয়ােজন করছে Bangladesh Business Awards. 

    এই আয়ােজনে মােট ৫ টা ক্যাটাগরিতে স্বীকৃতি দেয়া হয়ে থাকে।

    1. Business Person of the year 

    2. Outstanding Woman in Business 

    3. Enterprise of the year.

    4. Best Financial Institution of the year

    5. Young Business Person of the year.

    এত এত পুরস্কার দিয়ে করবেনটা কী? এরকম ভাবছেন নাকি? একটু মন দিয়ে বুঝুন, ক্যারম খেলায় যখন একটি গুটি হিট করে ছিদ্রে ফেলার চেষ্টা করেন তখন সেটি কখনও ঠিকঠাকভাবে পড়ে যায়। আবার কখনও তা আশপাশ দিয়ে চলে যায়। 

    আবার ধরেন ক্যারম বাের্ডের ১৮ টা গুটিকেও যদি স্ট্রাইক করেন তাহলে দেখবেন আন্দাজে হইলেও এক আধটা গুটি জায়গামতাে চলেই যায়। 

    Young Professional Program 

    এই প্রোগ্রাম নিয়ে কথা বলতে গেলে একটি শর্ত শুরুতেই চলে আসে। আর তা হলাে, আপনাকে অবশ্যই Young হতেই হবে। মানে দাঁড়াল আপনার বয়স তিরিশের নিচে থাকাটা জরুরি। 

    তার সাথে জরুরি ভালাে রেজাল্ট, একটু আধটু বইয়ের বাইরের জগতের সাথে পরিচয়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার নিয়ে একটু জানাশােনা। 

    এখন যদি আপনি টিক্কা যান তাহলে আপনার সাথে কী হবে?

    YPP আপনারে ৪ বছরের জন্য মেন্টরিং করবে, নানা রকম স্কিল শেখাবে, দেশ-বিদেশে ট্যুর করাবে, কী বােঝা গেল কাভার কীভাবে বানাতে হয়? 

    সুযােগ এবং সময় দুইটাই যদি থাকে, নিজের কাভারটা গুছিয়ে নিন। Because people will judge a book by its cover.


    Winner's Never Quit, and Quitter never Win 

    সেই ছােটবেলা থেকেই আমরা এ কথা জেনে আসছি এবং মেনে আসছি যে, পৃথিবীর মানুষের মাঝে ২টা বৈশিষ্ট্য দেখা যায়।

    1. Quitter

    2. Never give up 

    Quitter শ্রেণির মানুষগুলাে আমাদের আশেপাশেই ঘােরাঘুরি করে। এর কারণ হলাে এই কাজটা খুব সহজেই করা যায়। বাধা পেলেন আর quit করলেন।

    The moment you want to quit your goal.

    Never give up শ্রেণির মানুষ হলাে তারা, যারা ভাঙবে কিন্তু মচকাবে। না। তাদের উপর যতই প্রেশার দেন তারা কিন্তু ঠিকই সহ্য করে নেবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই মানুষগুলােই সাকসেসের দেখা পায়।

    তবে এটি কি আসলেই সত্য? তাহলে একটি উদাহরণ টেনে নিই। ধরুন পাড়ার চায়ের দোকানে কাজ করা একটি ছেলে হঠাৎ যদি KFC তে কাজ করার সুযােগ পায় তাহলে তার কী করা উচিত? তার কি চায়ের দোকানেই চেষ্টার পর চেষ্টা করে যাওয়া উচিত?

    এবার একটি গল্প বলি, Pete Silen তখন Oppo এর Vice President হিসেবে কাজ করতেন। 

    এত বড় কোম্পানির এত বড় পজিশনে থাকার পরও তিনি একদিন জব ছেড়ে দিলেন নিজের স্বপ্ন পূরণ করবেন বলে। আর তার স্বপ্ন আজ আমাদের হাতে হাতে। জি, আমি One Plus মােবাইলের কথাই বলছি।

    উপরের দুইটা উদাহরণই কিন্তু Quit করার ফলাফল।

    READ MORE: ঠিক বেঠিক মার্কেটিং PDF

    আবার JK Rowling এর কথাই ধরুন। তিনি একে একে ১২ টা পাবলিশারের কাছে তার বই নিয়ে গিয়েছিলেন, কিন্তু প্রত্যেকেই তাকে না বলেছে। এখন তিনি যদি প্রথম পাবলিশারের না শুনেই Quit করতেন তবে? কিন্তু তিনি Never give up এ বিশ্বাসী ছিলেন বলেই আজ আমরা Harry Porter এর চমৎকার বইগুলাে পড়তে পেরেছি।

    উপরে বলেছিলাম পৃথিবীতে ২ শ্রেণির মানুষ রয়েছে। 

    একটু চমকে দেই, সংখ্যাটা আসলে ২ না! 

    এটা হবে ৩ । আর ৩ নাম্বার শ্রেণিটা হলাে Stressor. 

    Stressor কারা জানেন? যারা কাজ করতে গিয়ে সামনের দরজা বন্ধ পেলে Quit করে এবং এক ধাপ পিছনে এসে বামে ডানে তাকিয়ে alternative রাস্তা খুঁজে বের করে। 

    আমাদের গন্তব্য দরজার ওপাশ। তাই বলে এটিই জরুরি না যে এই দরজা দিয়েই যেতে হবে। আর এ ধরনের মানুষগুলাে হয় সংখ্যায়। তাদের চাইলেই গুণে বের করা যায়।

    এখন আপনি কোন পথে হাঁটবেন বলে ভাবছেন? 

    একটি সিদ্ধান্তে আসা যাক। তবে, Ultra Merathon রানার Dick Collings একবার বলেছিলেন, রেসে নামার পর পা ব্যথা করা, পিপাসা পাওয়া, টায়ার্ড হয়ে যাওয়া ইত্যাদি ব্যাপারগুলাে আপনাকে রেসের মাঝখানে বাধা দিতে পারে, তাই আপনি কোথায় কোথায় থামবেন না সেই সিদ্ধান্ত আগেই নিয়ে নিন।

    এটা আপনাকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত Never Giveup এ বিশ্বাসী রাখবে।

    আবার মাইন্ডসেটকে এমনভাবেও সেট করা যেতে পারে যেন লস না হয়ে যাওয়ার জন্য স্টপ করা যায়। আর এটিকে বলে Stop Loss.

    1. Sell Me This Pen ebook

    2. Sell Me This Pen pdf
      Sell Me This Pen


    লেখক পরিচিতি : সেল মি দিস পেন

    রাসেল এ কাউসার

    ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBA এর পাট চুকিয়ে বেশ কয়েক বছর দেশ সেরা কর্পোরেশন ACI Limited থেকে চাকরির অভিজ্ঞতা নিয়ে Stotyteller নামে নিজেই নিজের Advertisement Agency শুরু করেছেন। এছাড়া for Business Story 472 Digital Marketing Enthusiast নামের দুইটা প্লাটফর্ম থেকে Business, Marketing, Entrepreneurship, Digital Marketing, Skill Development ইত্যাদি নিয়ে কাজ করে যাচ্ছেন যেন Youth-রা টেক্সট বইয়ের বাইরে এসে প্র্যাক্টিকাল ফিল্ড নিয়ে কিছু হলে ও জানতে পারে। তিনি স্বপ্ন দেখেন একদিন TEDx এর মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করবেন আর দেশে পিছিয়ে পড়া Youth-দের সামনে এগিয়ে নিয়ে আসবেন।

    সেল মি দিস পেন লেখকের মার্কেটিং বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ বই। বইটির pdf কপি এখনো অনলাইনে প্রকাশ হয় নি। 

    Sell Me This Pen Bangla pdf

    Tags

    Post a Comment

    0Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
    Post a Comment (0)

    #buttons=(Accept !) #days=(20)

    Our website uses cookies to enhance your experience. Learn More
    Accept !