দি সিক্রেট বই | রহস্য বাংলা অনুবাদ Pdf by Rhonda Byrne

0

    দি সিক্রেট বই Pdf

    জীবনের গোপন রহস্য 'দি সিক্রেট' জানতে আজকে আমরা নিয়ে এসেছি একটি আত্মউন্নয়নমূলক ও মোটিভেশনাল বই। পাশাপাশি  দি সিক্রেট বই পিডিএফ ফাইলটিও পেয়ে যাবেন এখানে।

    দি সিক্রেট বইয়ের প্রথমেই আলোচনা করা হয়েছে আকর্ষণ নীতি নিয়ে। আকর্ষণের নীতি হল একটি প্রাকৃতিক নীতি। এটি মাধ্যাকর্ষণের নীতির মতই নিরপেক্ষ। আপনি ক্রমাগত আপনার ভাবনার মধ্যে দিয়ে না ডাকলে কোন কিছুই আপনার অভিজ্ঞতার অন্তর্ভুক্ত হয় না। আপনি কি ভাবছেন তা জানতে হলে নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কেমন অনুভব করছেন। আবেগ একটি অত্যন্ত মূল্যবান হাতিয়ার যা তৎক্ষণাৎ আমাদের ভাবনার হদিশ দেয়। একইসময়ে খারাপ অনুভূতি এবং ভাল ভাবনা অসম্ভব। আপনার ভাবনা আপনার ফ্রিকোয়েন্সিনিদের্শ করে এবং আপনার অনুভূতি তৎক্ষণাৎ জানায় আপনি কোন ফ্রিকোযেন্সিতে রয়েছেন। 

    The Secret Pdf by Rhonda Byrne

    আপনি যখন খারাপ অনুভব করেন তখন আপনি সেই ফ্রিকোয়েন্সিতে রয়েছেন যা আরও খারাপ বস্তু আকর্ষণ করবে। যখন আপনি ভাল অনুভব করবেন আপনি সবলে নিজের কাছে আকর্ষণ করবেন আরও ভাল বস্তু। সিক্রেট শিফটাস, যেমন আনন্দের স্মৃতি, প্রকৃতি বা আপনার প্রিয় সঙ্গীত তৎক্ষণাৎ আপনার অনুভূতি পরিবর্তিত করতে পারে এবং ফ্রিকোয়েন্সি বদলাতে পারে। উচ্চতম অনুভূতি যা আপনি প্রেরণ করতে পারেন তা হল ভালবাসার অনুভূতি। আপনি যত বেশী ভালবাসা অনুভব ও প্রেরণ করবেন তত নিজের শক্তিকে বাড়িয়ে তুলবেন এবং সিক্রেট বিষয়গুলোর রহস্য জানতে পারবেন।

    রহস্য : দি সিক্রেট by রোনডা বার্ন

    রহস্যের সারসংক্ষেপ:

    আলাদীনের জিনের মতই আকর্ষণের নিয়ম আমাদের সব আদেশ পূর্ণ করে।

    • যা চান সৃষ্টিপ্রক্রিয়া আপনাকে তা মাত্র তিনটি সহজ পদক্ষেপের মাধ্যমে সৃষ্টি করতে
    সাহায্য করে—চান, বিশ্বাস করুন এবং গ্রহণ করুন।

    আপনি যা চান তা মহাবিশ্বের কাছে চাওয়ার অর্থ আপনি কি চান তা নিজের কাছে স্পষ্ট হওয়া।নিজের মনে স্পষ্ট হলেই চাওয়া হয়ে গেল।

    বিশ্বসের অর্থ হল আপনি যা চান তা ইতিমধ্যেই পেয়ে গেছেন এমনভাবে কাজ করা, কথা বলা এবং ভাবা। আপনি যখন পেয়ে যাবার ফ্রিকোয়েন্সি পাঠাবেন, আকর্ষণের নীতি তখন মানুষ ঘটনা এবং পরিস্থিতিকে সেইভাবে পরিচালিত করবে যাতে আপনি পান।

    গ্রহণ করার তাৎপর্য হল আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হলে আপনি যেরকম অনুভব করবেন ঠিক সেরকম অনুভব করা।

    দেহের ওজন কমাবার জন্য ওজন কমানাের ওপর মনঃসংযােগ করবেন না। বদলে সুন্দর ওজনের ওপর দৃষ্টিপাত করুন। সুন্দর ওজনকে অনুভব করুন। তবেই আপনি তাকে কাছে ডাকবেন।

    আপনি যা চান তাকে বাস্তবে রূপ দিতে মহাবিশ্বের কোন সময় লাগে না । এক ডলার আনাও যা একলাখ ডলার আনাও তাই।

    The Secret by Rhonda Byrne Bangla Pdf

    দি সিক্রেট পদক্ষেপ ১: চান

    কত ওজন আপনি পছন্দ করেন তা নিজের মনে স্পষ্ট করুন। মনের মধ্যে একটি ছবি রাখুন। যে সঠিক ওজন হলে আপনাকে দেখতে কেমন হবে। আপনার সঠিক ওজনের কোন ছবি থাকলে প্রায়ই সেটা দেখুন। যদি না থাকে তবে যে রকম চেহারা চান সেরকম একটা ছবি সঙ্গে রাখুন এবং প্রায়ই তাকিয়ে দেখুন।

    দি সিক্রেট পদক্ষেপ ২: বিশ্বাস করুন

    আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আপনার ওজন সঠিক হবে এবং আপনি তা ইতিমধ্যেই লাভ করেছেন। আপনাকে অবশ্যই কল্পনা করতে হবে, ভাণ করতে হবে, অভিনয় করতে হবে, বিশ্বাস তৈরী করতে হবে যে আপনার ওজন একেবারে সঠিক। আপনি যেন দেখছেন আপনি সেটি গ্রহণ করছেন।
    লিখে রাখুন আপনার সঠিক ওজন, আপনার ওজনদাঁড়িতে দাগ রাখুন অথবা নিজেকে একেবারেই ওজন করবেন না। আপনার ভাবনা, কথা এবং কাজ দিয়ে যা চেয়েছেন তার বিরুদ্ধতা করবেন না। 

    আপনার এখনকার মাপে পােষাক পরিচ্ছদ কিনবেন না। পােষাক কেনার সময় বিশ্বাস রাখুন। সঠিক ওজন আকর্ষণ করা আর মহাবিশ্বে ক্যাটালগ দেখে অর্ডার দেওয়া একই রকম। ক্যাটালগ দেখুন, সঠিক ওজন বেছে নিন, অর্ডার দিন, এবার আপনার কাছে পৌছে যাবে।
    আপনার আকাঙ্ক্ষা হােক সঠিক ওজন-সমৃদ্ধ রূপের সন্ধান করা, প্রশংসা করা এবং অন্তরের মধ্যে থেকে তারিফ করা। তাদের খুঁজে বের করুন এবং যেই আপনি তাদের প্রশংসা করবেন, সেই অনুভূতিটি অনুভব করবেন তখনই আপনি তাকে কাছে ডেকে আনবেন। খুব বেশী মােটা লােক দেখলে তার দিকে তাকাবেন না। আপনার কাঙ্ক্ষিত সুন্দর রূপের ছবিতে মনঃসংযােগ করবেন এবং অনুভব করবেন।

    দ্য সিক্রেট - রোন্ডা বার্ন 

    পদক্ষেপ ৩: গ্রহণ করুন

    রহস্য কিভাবে প্রয়ােগ করবেন

    আপনাকে ভাল অনুভব করতেই হবে। করতে হবে নিজের সম্পর্কে। এটা জরুরী। কারণ। একই সঙ্গে নিজের সম্পর্কে খারাপ অনুভব এবং নিখুঁত চেহারা আকর্ষণ করা সম্ভব নয়। নিজের শরীর সম্পর্কে খারপ অনুভূতিটা অত্যন্ত শক্তিশালী অনুভব, আপনি কেবলই শরীর সম্পর্কে খারাপ অনুভূতিকে আকর্ষণ করতে থাকবেন। আপনি কেবলই খুঁত ধরতে থাকলে কখনই আপনার চেহারা ভাল করতে পারবেন না, ওজন আকর্ষণ করতেই থাকবেন। আপনার দেহের প্রতিটি বর্গইঞ্চির প্রশংসা করুন। নিজের সম্পর্কে সমস্ত নিখুঁত জিনিষের কথা ভাবুন। যত আপনি খুঁৎহীনতার কথা ভাববেন যত আপনি নিজের সম্পকে ভাল অনুভব করবেন ততই আপনার নিখুঁৎ চেহারার ফ্রিকোয়েন্সিতে থাকবেন, নিটোল। রূপ আকর্ষণ করবেন।

    এখানে মনের চোখে দেখার ব্যাপারে একটা টিক্স দিচ্ছি, যেটা ডঃ জন দিমারতিনী তার ব্রেঞ্জ এক্সপিরিয়েন্স আলােচনাচক্রে জানিয়েছিলেন। জন বলেছিলেন আপনি যদি মনের মধ্যে একটি স্থির চিত্র নির্মাণ করেন তবে সেই ছবি ধরে রাখা মুশকিল হবে, সুতরাং অজস্র গতিসমৃদ্ধ চিত্র রচনা করুন।

    এর উদাহরণ হিসেবে আপনি আবার আপনার কিচেনের ছবিতে যান। এবার দেখুন আপনি ঢুকছেন, ফ্রিজের কাছে যাচ্ছেন এবং দরজার হাতলে হাত রাখছেন, দরজা খুলছেন, ভেতরে উঁকি মারছেন, একটা ঠান্ডা জলের বােতল বের করছেন। এক হাতে বােতলটা ধরেছেন অন্য হাতে ফ্রিজের দরজা বন্ধ করছেন। এখন যেহেতু আপনি। কিচেনটা আপনার চলাফেরা সমেত বিশদভাবে দেখছেন, আপনার মনের মধ্যে এই ছবিটা ধরে রাখা অনেক সহজ, নয় কি?

    “আমরা যতটা উপলব্ধি করি তার চেয়ে অনেক বেশী শক্তিই ধারণ করি, মনের দৃষ্টিতে দেখতে পারা তারমধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ শক্তি”।

    — জেনেভিড় বেহরেন্দ

    শক্তিশালী প্রক্রিয়া যেভাবে সক্রিয় হয়ে ওঠে: 

    মার্সি শিমফ বলেন–

    যাঁরা এইপথে থাকেন, যাঁরা জাদুভরা জীবনে বাস করেন এবং যাঁরা করেন না তাদের মধ্যে তফাৎ শুধু এটুকুই যে যাঁরা জীবনের জাদুতে বাস করেন তারা একে তাদের জীবনচর্যা করে তােলেন। তারা আকর্ষণের নিয়মকে প্রয়ােগের অভ্যাসে গড়ে তােলেন, তারা যেখানেই যান তাদের সাথে চমকপ্রদ ঘটনা ঘটে। কারণ তারা একে স্মরণ করে প্রয়ােগ করেন।

    The Secret book by Rhonda Byrne

    ওয়ালেস ওয়াটস্ তার একটি বইতে খাদ্য সম্পর্কে একটি চমৎকার কৌশলের কথা বলেছেন। যখন খাবেন তখন খেয়াল রাখবেন আপনি চিবানাের প্রতিটি অনুভূতিকে উপভােগ করছেন। খাবারে সম্পূর্ণ মনঃসংযােগ করে খাদ্যের স্বাদ নিন, মনকে অন্য কোথাও নিয়ে যাবেন না। নিজের দেহের মধ্যে প্রবলভাবে বিরাজ করুন, চিবানাে এবং গেলার প্রতিটি অনুভূতিকে মুখের মধ্যে আস্বাদকরুন। এরপরে যখন খাবেন তখন থেকেই চেষ্টা করুন। খাবারের অত্যন্ত আকর্ষক গন্ধও উড়ে যাবে মন না দিলে, খাবারের মধ্যে পুরােপুরি মজে থাকুন। আমি নিশ্চিত যে যদি সমস্ত মন দিয়ে খাই, স্বাদ গ্রহণের বাপারে পুরােপুরি মনােযােগ দিই তাহলে খাবার আমাদের হজম হয়ে যায় এবং শরীর অবশ্যই পরিপূর্ণতা পায়।

    এই গল্পের শেষে এই যে আমি এখন ১১৬ পাউন্ডের সঠিক ওজনের অধিকারী এবং আমার যা ইচ্ছে হয় তাই খাই। সুতরাং আপনার নিখুঁৎ ওজনের প্রতি দৃষ্টিনিবদ্ধ রাখুন।

    দি সিক্রেট বাংলা অনুবাদ Pdf

    রহস্য কিভাবে দ্রুত প্রয়ােগ করবেন

    এখন আপনি হয়ত বুঝতে পারছেন কেন একজন বলেন আমি তাে সবসময়েই পার্কিং পাই এবং তারা পায় ও। আবার কেন একজন বলে, “আমি সত্যিই ভাগ্যবান, আমি সবসময়ে জিতি”, এরাও একটার পর একটা বস্তু জেতে। এই সব মানুষেরা এটা আশা করে। বড় বড় বিষয়ে আশা করা শুরু করুন, আপনি যেমন করবেন, তেমনই আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবেন।

    আগে থেকে রচনা করুন আপনার সুদিন

    আকর্ষণের নিয়ম প্রয়ােগ করে আপনি আগেই আপনার সমগ্র জীবন রচনা করে রাখতে পারেন, এক্ষুণি যে কাজটা করছেন তারপরেই। প্রেন্টিস মূলফোর্ড, একজন শিক্ষক যার লেখায় আকর্ষণের নিয়মের এবং এর প্রয়ােগের বহু অন্তরসত্য নিহিত আছে, তিনি। দেখিয়েছেন আপনার প্রতিটি দিন আগে থেকে ভেবেরাখার গুরুত্ব কতখানি।

    “যখন আপনি নিজেকে বলেন, “আমি দারুণ ভাল একটা বেড়াতে যাচ্ছি বা দারুণ একটা সাক্ষাৎকারে যাচ্ছি’ আপনি সশরীরে পৌছানাের আগে আক্ষরিক অর্থেই উপকরণ এবং শক্তি পাঠাচ্ছেন যা আপনার ভ্রমণ বা সাক্ষাৎকে আনন্দময় করে তুলবে। যখন বেড়ানাে বা দেখা করা বা কেনাকাটা করতে যাবার আগে আপনার মেজাজ ভাল থাকে না বা ভয় পান বা খারাপ কিছু আশঙ্কা করেন তখন আপনি আপনার আগেই কিছু দূত পাঠাচ্ছেন যারা আগে থেকেই কোন কোন ঝামেলা তৈরী করে রাখবে। আমাদের ভাবনা বা অন্য কথায় আমাদের মানসিক অবস্থা আমাদের পূর্ব ধারণার উপর নির্ভর করে অনেকাংশে পরিচালিত হয়।

    বই: দ্য সিক্রেট
    লেখক: রোন্ডা বার্ন 
    আর্টিকেল লেখক: সাদাফ আমিন
    ফরম্যাট: পিডিএফ

    মতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা মৌখিক ঐতিহ্যে, বিভিন্ন সহিত্যে, ধর্ম ও দর্শনে মহান রহস্য বিক্ষিপ্তভাবে ছড়ানাে ছিল। এই প্রথমবার রহস্যের সমস্ত টুকরােগুলাে একত্রিত করে অবিশ্বাস্যভাবে উন্মােচিত ও প্রকাশিত হল। এই রহস্য যে জানবে তারই জীবন রূপান্তরিত হবে।

    অর্থ, স্বাস্থ্য, ব্যক্তিসম্পর্ক বা জগতের সঙ্গে প্রতিটি যােগাযােগের ক্ষেত্রে কিভাবে এই প্রয়ােগ ঘটাবেন সে কথা আপনি এই বই থেকে শিখবেন। আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা, কখনও খোঁজ না নেওয়া শক্তিকে উপলব্ধি করতে আরম্ভ করবেন। এই অনুভব আপনার জীবনের প্রতি ক্ষেত্রে আনন্দ আনবে।

    বর্তমানকালের কয়েকজন নারী ও পুরুষ যাঁরা এই জ্ঞান প্রয়ােগ করেছেন তাদের স্বাস্থ্য, ধনসম্পদ ও সুখার্জনের ক্ষেত্রে তাদের শিক্ষা ‘রহস্য’-র অন্তর্ভুক্ত হয়েছে। ‘রহস্যের জ্ঞান প্রয়ােগ করে তারা দৃশ্যমান করে তুলেছেন রােগ নির্মূল করার চিত্র, বিপুল ধনার্জনের গল্প, বিঘ্নজয়ের কাহিনী এবং এমন কিছু লাভ করার চিত্র যা অন্যের কাছে অবিশ্বাস্য বলে মনে হবে।

    দি সিক্রেট রহস্য pdf

    শক্তিশালী প্রক্রিয়াঃ

    ডঃ জো ভিটালে বলেন " বহু মানুষ তাদের বর্তমান পরিস্থিতির মধ্যে আবদ্ধতা অথবা বন্দীদশা অনুভব করে। আপনার অবস্থা এখন যেমনই হােক না কেন, সেটি আজকের বাস্তবতামাত্র। রহস্যের প্রয়ােগ শুরু হলে সেটা বদলে যাবে। "

    আপনার বর্তমান অবস্থা হল আপনি এতদিন যা ভাবছিলেন তারই ফল। আপনি আপনার ভাবনা এবং অনুভূতি পরিবর্তিত করা শুরু করলেই সব কিছু পুরােপুরি বদলে যাবে।

    “একজন মানুষ নিজেকে বদলে ফেলতে পারে.. এবং নিজের ভাগ্যের ওপর প্রভুত্ব করতে পারে, যাঁরা সঠিক ভাবনার শক্তি সম্বন্ধে যথেষ্ট সচেতন তাদের প্রত্যেকেরই সিদ্ধান্ত হল এই।”

    খৃষ্টীয়ান ডলারসন (1866-1954)

    দি সিক্রেট টিপস : কৃতজ্ঞতা,একটি সবল প্রক্রিয়া

    ডঃ জো ভিটালে আরো বলেন: 

    আপনার জীবন পরিবর্তিত করার জন্য ঠিক এক্ষুণি কি করতে পারেন? প্রথম যেটা পারেন সেটা হল যাদের কাছে আপনি কৃতজ্ঞ তাদের একটা তালিকা তৈরী করা। এটা আপনার শক্তিকে অন্য পথে চালিত করবে এবং আপনার ভাবনাকে অন্যদিকে নিয়ে যাবার সূচনা করবে। এর আগে আপনি হয়ত যা নেই তার ওপর, আপনার অভিযােগ এবং সমস্যার ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন কিন্তু এই অনুশীলনের পর আপনি ভিন্নপথে এগােবেন।

    “কৃতজ্ঞতা আপনার সমস্ত মনকে মহাবিশ্বের সৃজনশীল শক্তির সঙ্গে গভীর সামঞ্জস্যপূর্ণ করে তােলে এ কথা যদি আপনার কাছে নতুন বলে মনে হয় একে ভাল বলে মনে করুন, দেখবেন একথা সত্য”।

    ওয়ালেস ওয়াল্টার(1860-1911)

    অন্যদিকে মার্সি শিমফ বলেন: 

    আপনার জীবনকে সমৃদ্ধ করে তুলতে কৃতজ্ঞতা একটি সঠিক পথ।
    সিক্রেট জানতে মনের মধ্যে স্পষ্ট ছবি রেখেছি, আমার সব শক্তি নিয়ে অনুভব করেছি। তার ফলেই দিসিক্রেটনির্মাণের জন্য যা কিছু প্রয়ােজন তা আমাদের কাছে এসে গেছে।

    “প্রথম ধাপটিকে বিশ্বাস করুন। আপনার সমগ্র সিড়িটি দেখার দরকার নেই। কেবল প্রথম ধাপে পা রাখুন।”

    — ডঃ মার্টিন লুথার কিং জুনিয়ার

    রহস্য এবং আপনার শরীর

    যাঁরা নিজেদের দেহের ওজন খুব বেশী বলে ভাবেন এবং ওজন কমাতে চান তারা কিভাবে সৃষ্টিপ্রক্রিয়াকে ব্যবহার করবেন দেখা যাক।

    আপনি যদি শুধু ওজন কমানাের কথা ভাবেন তাহলে ওজন তাে কমবেই না বরং আরাে ওজন আকর্ষণ করবেন কারণ আপনার সমস্ত ধ্যান রয়েছে ‘ওজন’ এর ওপর। এজন্যই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করলেও কাজ হয় না।

    দ্বিতীয় কথা হল বেশী ওজনের ব্যাপারটা ঘটেছে এর প্রতি আপনার ভাবনা প্রদানেরই ফলে। মূল কথা, কারও ওজন বেশী হলে তার কারণ হল তার মােটা হয়ে যাওয়ার দুর্ভাবনা, যদিও সে হয়ত সেটা বােঝে না। একজন “রােগা হওয়ার দুর্ভাবনা ভেবে মােটা হতে পারেনা।এটা সম্পূর্ণভাবে আকর্ষণ নীতিকে অস্বীকার করে।


    হয়ত কেউ বলেছে তাদের থাইরইয়েড ধীরে কাজ করে, পরিপাকক্রিয়া সঠিক হচ্ছে না অথবা বংশগতভাবেই তাদের শরীর এরকম, এ সব ভাবনা আসলে দেহের ওজন সম্পর্কিত ভাবনারই ছদ্মবেশ। আপনি যদি এর একটাকেও আপনার ক্ষেত্রে প্রযােজ্য বলে।

    কত সময় লাগবে?

    ডঃ জো ভিটালের মতে আরেকটি বিষয়ে মানুষের সংশয় থাকে “কত সময় নেবে গাড়ী, ব্যক্তিগত সম্পর্ক বিশেষ অথবা অর্থ ইত্যাদি বাস্তব চেহারা নিতে?” আমার কাছে এমন কোন নির্দেশিকা নেই যে বলব তিরিশ মিনিট, তিন দিন নাকি তিরিশ দিন লাগবে। মহাবিশ্বের সঙ্গে একই সুরে থাকার ওপর তা নির্ভর করছে।

    সময় একটা মায়ামাত্র। আইনস্টাইন সেকথা আমাদের জানিয়েছেন। একথা আপনি যদি প্রথমবার শােনেন আপনার এটি মেনে নিতে অসুবিধা হবে, কারণ আপনি দেখছেন সবই একটার পরে আরেকটা ঘটছে। কোয়ান্টাম ফিজিক্স এবং আইনস্টাইন আমাদের বলেন যে সবকিছুই সমান্তরালভাবে ঘটছে। যদি আপনি বােঝেন এবং মেনে নেন যে সময় বলে কিছু নেই তাহলে আপনি দেখবেন যে আপনি যা ভবিষ্যতের জন্য চাইছেন তা ইতিমধ্যেই বর্তমান রয়েছে। যদি সবকিছুই একই সময়ে ঘটে তবে আপনি যা চাইছেন আপনার সেই সমান্তরাল রূপ ইতিমধ্যেই অবস্থান করছে!

    The Secret ebook by Rhonda Byrne

    আপনার আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে মহাবিশ্বের কোন সময় লাগে না। দেরী যা হয় সে আপনারই জন্য, বিশ্বাস করতে, বুঝতে এবং অনুভব করতে দেরী করেন বলে। আপনি যা চান সেই ফ্রিকোয়েন্সিতে নিজেকে নিয়ে যেতে দেরী করেন। আপনি যখন সেই ফ্রিকোয়েন্সিতে পৌছবেন তখনই আপনি যা চান তা হাজির হবে।

    বব ডয়লের মতে মহাবিশ্বের কাছে কোন আয়তনই কিছু নয়। বিজ্ঞানের কাছে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম কোন কিছুই আকর্ষণ করা আর সমস্যা নয়।

    দি সিক্রেট বই পিডিএফ পড়ুন এখানে—
    Book Publisher Author  F Size
    দি সিক্রেট রহস্য কথা সম্ভার রোন্ডা বার্ন  ৫ মেগাবাইট
    Bookshop Price Language  T Page
    Durdin Magazine Only 250 Taka Bangla 176

    দি সিক্রেট বইটি পড়ে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা, আলোচনা, সমালোচনার রিভিউ লিখে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ।

    Tags

    Post a Comment

    0Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
    Post a Comment (0)

    #buttons=(Accept !) #days=(20)

    Our website uses cookies to enhance your experience. Learn More
    Accept !